স্টেশন রোডের এলিয়ানা—নিউমার্কেটের ৭ অভিজাত প্রতিষ্ঠান ‘বাংলা’ ধরা

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই নগরজুড়ে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘বাংলা অভিযান’। সাইনবোর্ডে বাংলা না লেখায় এবার আট প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরের স্টেশন রোড ও নিউমার্কেটে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: ‘বাংলা’ অভিযানে জরিমানা উঠল ১২ প্রতিষ্ঠানের কাঁধে

অভিযানে সাইনবোর্ডে বাংলা না লেখার অপরাধে স্টেশন রোডের দি এলিয়ানা হোটেল অ্যান্ড সুইটকে ৭ হাজার টাকা, নিউ মার্কেটের নিচতলার জেন্টেলম্যানকে ৪ হাজার, জেন্টেলপার্ককে ৪ হাজার, আরটেক্সকে ৪ হাজার, ব্লু মুনকে ৩ হাজার, ট্রাফিককে ৩ হাজার, ইনফিনিটিকে ৪ হাজার ও প্রাইড শো রুমকে ৪ হাজার টাকাসহ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!