অভিজাত চিটাগাং ক্লাবকে শাস্তি

চট্টগ্রাম নগরের অভিজাত চিটাগং ক্লাব। বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী ও কোটিপতিরা এ ক্লাবের সদস্য। এবার সেই ক্লাবকে গুনতে হলো অর্ধলাখ টাকা জরিমানা। চলাচলের রাস্তা ও ফুটপাতে দুর্গন্ধযুক্ত নোংরা পানি ফেলে পরিবেশ দূষণসহ জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে এ জরিমানা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী থানার এসএস খালেদ রোডের এ ক্লাবে অভিযান চালান চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন : এবার ধরা খেল বাটালি রোডের অভিজাত ‘রয়েল বাংলা সুইটস’

জানা যায়, চিটাগাং ক্লাবের দুর্গন্ধযুক্ত নোংরা পানি বাউন্ডারি দেয়ালের বাইরে এসে পুরো রাস্তা ও ফুটপাতজুড়ে ছড়িয়ে পড়ে। এসময় উৎকট দুর্গন্ধে ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ। পথচারীদের চলাফেরায় পেতে হয় বেগ। পরিবেশ দূষণসহ জনদুর্ভোগ সৃষ্টির দায়ে করা হয় অর্ধলাখ টাকা জরিমানা।

এ বিষয়ে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বলেন, ময়লাযুক্ত নোংরা পানি সর্বসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাতে এসে পরিবেশ দূষণসহ জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে চিটাগাং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!