সাতকানিয়া থেকে অপহরণ করে ধর্ষণ, ধরা খেল ধর্ষক

সাতকানিয়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি মোক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৭ নভেম্বর) রাত দেড়টায় বরুমছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, আসামি মোক্তার হোসেন ভিকটিমের প্রতিবেশী ছিলেন। তিনি প্রায়সময় ভিকটিমকে বিভিন্ন কুপ্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হলে ভিকটিমকে তুলে নেওয়ার হুমকি দেন। আসামি এলাকার প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবার প্রতিবাদ করতে পারত না।

আরও পড়ুন: ডাকাতির পর ধর্ষণ, ৯ বছর পর পুলিশের জালে ইসহাক

তিনি বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় সহযোগী শিমুল ও আনু বেগমের সহায়তায় মোক্তার ভিকটিমকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে চট্টগ্রাম শহরে নিয়ে যান। সেখানে মোক্তার ও শিমুল ভিকটিমকে আটক রেখে ধর্ষণ করেন। পরদিন ২৮ অক্টোবর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে বাঁশখালীর কাথারিয়া এলাকার এক আত্মীয়ের বাসার সামনে ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তিনজনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করে ভিকটিমের পরিবার।

তিনি আরও বলেন, আসামি মোক্তার উপজেলার বরুমছড়া এলাকায় অবস্থান করার সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!