পুলিশের গাড়ির সঙ্গে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, রক্তাক্ত ৭

রাউজানে পুলিশের প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও আছেন।

পৌরসভার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়ন সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ট্রাক—অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর, রক্তাক্ত ৩

জানা যায়, চট্টগ্রাম নগরীমুখী একটি মাছবাহী পিকআপ পুলিশের প্রাইভেটকারে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি গিয়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ২ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হন। আহত সবার পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সুমন ধর ও নাছিমা আকতার নামে দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ‘রাউজানে পুলিশের প্রাইভেটকার, যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও মাছবাহী পিকআপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। তবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!