বাঁশখালীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রমিজকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১)।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রমিজকে ও ১০টায় সোনা মিয়াকে পৃথক অভিযানে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।
গ্রেপ্তার রমিজ বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের মৃত কালা আমিনের ছেলে এবং মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা গ্রামের রাহমাত উল্লাহর ছেলে।
আরও পড়ুন : রাফি—রিজাউর ডট গ্যাংয়ের সঙ্গী
পুলিশ জানায়, বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া গ্রাম থেকে আজ সকাল ৯টায় অভিযানে চালিয়ে রমিজকে গ্রেপ্তার করা হয়। একইদিন সকাল ১০টায় পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজের পাশে গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ২ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি রমিজকে আদালতে পাঠানো হয়েছে। সোনা মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
ইউবি/আরবি