সীতাকুণ্ডে তিনদিনের মানবাধিকার বিষয়ক কর্মশালা
সীতাকুণ্ডে রেডিও সাগরগিরি ও বাংলাদেশ কমিউনিটি রেডিও আ্যসোসিয়েশনের বাস্তবায়নে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২ জুন) শেষ হয়েছে।
‘কাউকে পেছনে ফেলে নয়’-এ স্লোগানকে সামনে রেখে পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, জাতিগত সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠির মাতৃভাষার অধিকার ও মানবাধিকার বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ।
তিনি প্রশিক্ষণ কর্মশালায় আদিবাসী, দলিত, জাতিগত সংখ্যালঘু, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিজ মাতৃভাষায় অধিকার ও মানবাধিকার শিক্ষা বিষয়ে অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ।
ইপসা’র মানবসম্পদ কেন্দ্রে অনুষ্ঠিত হিউম্যান রাইটস্ অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রশিক্ষক ছিলেন রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, প্রোগ্রাম প্রডিউসার মোহছেনা মিনা ও তোফায়লুর রহমান।
প্রশিক্ষনার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইপসা’র এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় সীতাকুণ্ডের আদিবাসী ত্রিপুরা, জেলে ও হিজরা সম্প্রদায়ের ১২ জন প্রতিনিধি অংশ নেন।
সালাউদ্দিন/আরবি