মুহিবুল্লাহ হত্যা—দুই রোহিঙ্গাকে ৩ দিনের রিমান্ডে নেবে পুলিশ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন ।

আসামিরা হলেন- উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মো. সেলিম (৩৩) প্রকাশ লম্বা সেলিম ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

আরও পড়ুন: মুহিবুল্লাহ খুন—রাতের অভিযানে আটক ২ রোহিঙ্গা

বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাদের কোর্টহাজতে আনা হয়। পরে সাড়ে ১০টার দিকে রিমান্ড আবেদন শুনানির জন্য তাদের কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!