মুক্তির অপেক্ষায় ১২ সিনেমা

২০২১ শেষ হতে বাকি দুই মাসেরও কম। এ শেষ দুই মাসে মুক্তির অপেক্ষায় আছে ১২টি সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির দেওয়া তালিকা অনুযায়ী নভেম্বরে পাঁচটি এবং ডিসেম্বরে সাতটি ছবি মুক্তির জন্য তারিখ নিয়েছে।

তালিকা অনুযায়ী ৫ নভেম্বর মুক্তি পাবে এফআই মানিক পরিচালিত ‘এদেশ তোমার আমার’। অমি বনি কথাচিত্র প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন ডিপজল, দিতি, সোহেল রানা, রোমানা, আলীরাজ ও জায়েদ খান।

নভেম্বরে মুক্তি পাবে দুটি ছবি— ‘তোর মাঝেই আমার প্রেম’ ও ‘রেহানা মরিয়ম নূর’। তোর মাঝেই আমার প্রেম ছবিটি পরিচালনা করেছেন এমকে জামান। প্রযোজনা করেছে টিএইচ মাল্টিমিডিয়া। এর প্রধান চরিত্রে আছে রাফাত রউফ, রোজ, হাবিব খান, রেবেকা ও শাঙ্কু পাঞ্জা।

আরও পড়ুন: সিনেমা হলে ‘চন্দ্রাবতী কথা’

অন্যদিকে কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে আসা রেহানা মরিয়ম নূর পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। প্রযোজনা করেছে মেট্রো ভিডিও।

নীরব-প্রিয়মণি জুটির ‘কসাই’ ছবিটি মুক্তি পাবে ১৯ নভেম্বর। ছবিটি প্রযোজনা করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ছবিটি গত ৯ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও করোনার কারণে হল বন্ধ হয়ে যাওয়ায় মাত্র দুদিন চলেছিল। তাই পুনরায় মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

‘আয়না’ মুক্তি পাবে ২৬ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। মোহনা মুভিজ প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, আঁচল, আমান রেজা, তানহা মৌমাছি, বড়দা মিঠু ও সুব্রত।

আরও পড়ুন: আত্মসমর্পণ—এবার স্থায়ী জামিন পেলেন পরীমনি

একইদিন রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘নোনাজলের কাব্য’ মুক্তির ঘোষণা দিয়ে রেখেছে। ছবিটি এখনো প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ নেয়নি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তিশা ও শতাব্দী ওয়াদুদ। ছবিটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!