তারে পেঁচিয়ে মুহূর্তেই বিচ্ছিন্ন হাত—স্পটেই মৃত্যু

সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি ফ্যাক্টরিতে জিআই তার তৈরির সময় এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।

ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্পের বিপরীতে বেকশন ওয়্যার ড্রইং ইন্ডাস্ট্রিজে লোহার জিআই তার ফ্যাক্টারিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

রায়হান কুমিল্লা জেলার লাকসাম থানাধীন আজগরা ইউনিয়নের শিলইন পশ্চিমপাড়া হাজী বন্দার বাড়ির বাসিন্দা মো. শমিরের ছেলে।

আরও পড়ুন: ‘ঝুঁকিপূর্ণ’ ভবন—৩ বছরে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক মো. রায়হান (২০) প্রতিদিনের মতো জিআই তার ফ্যাক্টরিতে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত জিআই তারের বেল্টে পেঁচিয়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, মো. রায়হান বেকশন ওয়্যার ড্রইং ইন্ডাস্ট্রিজ লোহার জিআই তার ফ্যাক্টরিতে কাজ করতেন। এ সময় তার তৈরির বেল্টে পেঁচিয়ে ডান হাত বিছিন্ন গেলে রায়হানের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!