চট্টগ্রাম নগরে পাহাড়তলী থানা থেকে লুট করা অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুন) রাত ১২টা ৫০ মিনিটে জেলেপাড়া রানী রাসমনিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপপুলিশ কমিশনার হোসাইন মো. কবির ভূঁইয়া। সিএমপির কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
আরও পড়ুন : টার্গেট প্রবাসীরাই—খুন করে লুট, ওঁৎ পেতে থাকে অপরাধী চক্র
উপপুলিশ কমিশনার হোসাইন মো. কবির ভূঁইয়া জানান, বুধবার (১৯ জুন) রাত ১২টা ৫০ মিনিটে জেলেপাড়া রানী রাসমনিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্টে সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে তল্লাশি করলে কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল T-54, সিরিয়াল 49012810), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে।
উপপুলিশ কমিশনার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুম স্বীকার করেন, ২০২৪ সালের আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বাকি সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরবি/আলোকিত চট্টগ্রাম