ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের বিজনেস রিভিউ অ্যান্ড রিকভারি মিটিং-২০২১ আগ্রাবাদের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই কনফারেন্সে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৩৬ জন শাখা ব্যবস্থাপক সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
আরও পড়ুন: ‘ব্যাংকারের মৃত্যু’—বিয়ের ৬ মাসের মাথায় চলে গেলেন এই তরুণ
দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সটি পরিচালনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ সৈয়দ আবদুল বারী।
কনফারেন্সে তিনি ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবাবৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায়, মানি লন্ডারিং প্রতিরোধসহ ব্যবসায়িক বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।