দোকানে পলিথিন রেখে পণ্য বিক্রির অপরাধে নগরের ৬ ব্যবসায়ীকে মামলাসহ ৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রিয়াজউদ্দিন বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলি।
আরও পড়ুন: পলিথিন রেখে জরিমানা গুণল ২ দোকানি
চসিক জানায়, অভিযানে কোতোয়ালি থানা এলাকার রিয়াজউদ্দিন বাজারে বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির অপরাধে ৬ দোকান মালিকের বিরুদ্ধে মামলাসহ সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহায়তা করে।
আরবি