চট্টগ্রামে করোনা : শনাক্তে ধারাবাহিকতা, মৃত্যুতে নেই অগ্রগতি

চট্টগ্রামে অটুট আছে শনাক্তের সাফল্যের ধারাবাহিকতা। তবে কোনো অগ্রগতি হয়নি মৃত্যুতে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন আরও এক করোনা রোগী। এর আগের দিনও এক করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

তবে গত ২৪ ঘণ্টায় কমেছে আক্রান্তের সংখ্যা। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৩৬ জন।

শুক্রবার (৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১.৪৮। এর আগের দিন শনাক্তের হার ছিল ২.১৩ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : এবার ‘উল্টো’ চিত্র

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Yakub Group

এছাড়া মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জন ও অ্যান্টিজেন টেস্টে ৬ জন করোনা পজিটিভ হন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ১৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮০৮ জন। বাকি ২৮ হাজার ১৬৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত ১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন নগরের এবং ৫৯০ জন বিভিন্ন উপজেলার।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!