চট্টগ্রামের করোনায় রেকর্ডময় দিন, একদিনেই তিন

রেকর্ডময় একটি দিন দেখল চট্টগ্রামের করোনা। মাত্র ২৪ ঘণ্টায় ভেঙেছে তিনটি রেকর্ড। একইসময়ে মোট শনাক্ত ও করোনা রোগীর মৃত্যুসংখ্যাও পৌঁছেছে নতুন চূড়ায়।

শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের আগের ২৪ ঘণ্টার করোনা প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

৩ রেকর্ড

১,০৮৫- চট্টগ্রাম নগরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত

১,৪৬৬- একদিনে চট্টগ্রামে সর্বোচ্চ করোনা শনাক্ত

৩,৯২৩- চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা

আরও পড়ুন: ‘এক সপ্তাহে তৃতীয়বার’—শনাক্তের নতুন চূড়ায় চট্টগ্রামের করোনা

নতুন উচ্চতায় মোট মৃত্যু ও শনাক্ত

৯৫৮- চট্টগ্রামে সাড়ে নয় শ’ ছাড়াল করোনা রোগীর মৃত্যু

৮১,২১৭- এখন পর্যন্ত চট্টগ্রামের নমুনায় করোনা শনাক্ত। একদিনেই পেরুল ৮০ ও ৮১ হাজারের সীমা।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে এখন ‘কঠোর বিধিনিষেধ’ চলছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!