চট্টগ্রাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট নিখিল কুমার নাথ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সলিসিটি অনুবিভাগের সহকারী সচিব মো. আব্দুস ছালাম মণ্ডল সাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন : উত্তর রাঙ্গুনিয়া কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি অ্যাডভোকেট নিখিল নাথ
একই আদেশে অ্যাডভোকেট নিখিল কুমার নাথের চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, অ্যাডভোকেট নিখিল নাথ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ডা. সুধীর চন্দ্র নাথের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, গোল পাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সাংগাঠনিক সম্পাদক এবং উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।