নগরের রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকার হোটেল সফিনায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার কিছু পরে হোটেলের রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৫টি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ভবনের অষ্টম তলায় থাকা ওই রেস্টুরেন্টেগ আগুন লাগে। এতে রেস্টুরেন্টের একটি বড় সেমিপাকা কক্ষ পুড়ে যায়।
আরও পড়ুন: আগুন লাগল আগ্রাবাদ আয়কর ভবনে, পুড়ে ছাই গাড়ি
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। এক ঘণ্টার চেষ্টা শেষে আগুন নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।