‘জয় বাংলা’ স্লোগানে বাড়াবাড়ি—যুবলীগের পদ হারালেন ব্যারিস্টার সুমন

যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়ে গেছে। চিঠিটি রাতের মধ্যেই ই-মেইলে ব্যারিস্টার সুমনকে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা গণমাধ্যমকে বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ব্যারিস্টার সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে এক ওসির (অফিসার ইনচার্জ) প্রকাশ্য অনুষ্ঠানে `জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ফেসবুক লাইভ করে বিতর্কে আসেন সুমন। তাঁকে অব্যাহতি দিতে কয়েকদিন ধরে দাবি ওঠে স্যোশাল মিডিয়ায়।

Yakub Group
আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!