৩ যুবক সাতসকালে ইয়াবার ‘বড় চালান’ আনছিল চট্টগ্রামে

কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচার করার পথে ধরা পড়েছে ইয়াবার বড় চালান। এ সময় দুটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে তিন যুবককে। উদ্ধার করা ৪৯ হাজার ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে পৌর বাসটার্মিনাল এলাকায় এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ।

আরও পড়ুন : চট্টগ্রামে সালাম কলোনির বাসায় ৩ যুবকের কাছে সহস্র ইয়াবা

আটকরা হলেন— উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ধুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মো. জাহেদ (২২) এবং টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়ার মো. ইউনুছের ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২২)।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, টেকনাফের জাদিমুরা থেকে চট্টগামে ইয়াবা নেওয়ার খবরে মহাসড়কের চকরিয়া বাস টার্মিনাল এলাকায় আজ সকালে সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানো হয়। এসময় গাড়িতে থাকা তিন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৯ হাজার ইয়াবা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানান ওসি।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!