হালদার ১৪ কেজির বোয়াল গেল এতিমখানায়

রাউজানে হালদা নদীতে মাছ শিকারের সময় ১৪ কেজি ওজনের বোয়াল মাছসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৮ মে) রাতে গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও হালদায় চলছে বালু উত্তোলন—যান্ত্রিক নৌযান

আটকরা হলেন- কোতোয়ালী ঘোনা এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন (৫৫) ও সাইদুল (৪৫)।

এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ আলোকিত চট্টগ্রামকে বলেন, হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে নাজিম উদ্দিন ও সাইদুলকে আটকের পর তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া হালদা নদী থেকে ধরা পড়া ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি এতিমখানায় দেওয়া হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!