হাতির আক্রমণের শিকার আনোয়ারার যুবক ২৮ দিন পর হার মানলেন

আনোয়ারায় বন্য হাতির আক্রমণের শিকার আহত যুবক বদরুদ্দিন (২৬) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন পাহাড়ের টিলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন বদরুদ্দিন

আরও পড়ুন : বন্ধুরা পালিয়ে গেলেও বদরুদ্দীন পড়ল হাতির সামনে!

নিহত বদরুদ্দিন বটতলী ইউনিয়নের নুর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

নিহতের মামা বটতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ হারুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে নিহতের খালাতো ভাই আয়াতুল ইসলাম বলেন, বন্য হাতির আক্রমণে আহত বদরুদ্দীন ২৮ দিন চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে চমেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!