সেন্টমার্টিনে আটকা পড়েছে ৩ শতাধিক পর্যটক

নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে তিন শতাধিক পর্যটক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকা পড়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে গত রোববার থেকে বন্ধ রয়েছে বোট চলাচল।

অন্যদিকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: সেন্টমার্টিনে বর্গির হানা—দ্বীপ ধ্বংসে যেন ‘স্লো পয়জন’ কৌশল

সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে। যারা আটকা পড়েছেন তারা দুই-তিনদিন আগে এখানে এসেছেন নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট ও কাঠের ট্রলারে করে। আজ (সোমবার) তাদের ফেরত যাওয়ার কথা ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে কাঠের ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ । আবহাওয়া স্বাভাবিক হলে সব পর্যটককে ফেরত আনা হবে। বর্তমানে আটকেপড়াদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!