সীতাকুণ্ডে পৌরসভা বাজারে অভিযানে ধরা খেল ৪ দোকানি

সীতাকুণ্ডে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ অক্টোবর) সকালে পৌরসভা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: নিরাপদ সড়ক দিবসে সীতাকুণ্ডে বর্ণিল র‌্যালি

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, লাইসেন্সবিহীন কৃষিপণ্য বিপণন ও বিক্রি করার অপরাধে বাজারের আড়তদার হারাধন সাহাকে ২ হাজার টাকা, দীলিপ কুমারকে ২ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় চাল ব্যবসায়ী প্রদীপ চন্দ্র দাশকে ৩ হাজার টাকা ও মুদি দোকানি জামাল উদ্দীনকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷

তিনি বলেন, অভিযুক্ত দোকানিরা সকলেই তাদের অভিযোগ স্বীকার করে দ্রুত কৃষিপণ্য বিপণন লাইসেন্স সংগ্রহ ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবেন বলে অঙ্গীকার করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রামের জেলা মার্কেটিং অফিসার রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, পৌরসভা দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!