ভবনে পানি জমে থাকায় ৭ মালিককে সিটি করপোরেশনের দণ্ড

নগরে বিভিন্ন এলাকার ৭ ভবন মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নগরের মেহেদীবাগ, চট্টেশ্বরী রোড, উত্তর পাহাড়তলী জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় এ অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

চসিক সূত্রে জানা যায়, এডিস মশার বংশ বিস্তার রোধে নগরের মেহেদীবাগ ও চট্টেশ্বরী রোড এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: সিটি করপোরেশন গুঁড়িয়ে দিল শত স্থাপনা, বিল্ডিংয়ে পানি জমায় ৩ মালিকের দণ্ড

এছাড়া একইদিন নগরের উত্তর পাহাড়তলী জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় অভিযান চালান স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় বিভিন্ন ভবনের ছাদে ও নির্মাণাধীন ভবনের নিচে পানি জমে এডিস মশার বংশ বিস্তার উপযোগী হওয়ায় ৭ ভবন মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অভিযানে এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাাওয়ায় ৭ ভবন মালিককে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!