সাম্পান থেকে হারিয়ে যাওয়া যুবকের লাশ মিলল অভয়মিত্র ঘাটে

আনোয়ারায় সাগরের ঢেউয়ের তোড়ে সাম্পান থেকে নিখোঁজ হওয়া টিটুর (৩৮) লাশ দুদিন পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।

নিহত টিটু উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।
গত ২৪ জুলাই টিটুর নিখোঁজের ঘটনায় থানায় ডায়েরি করেন চাচাতো ভাই বোট মালিক আলী হোসেন।

আরও পড়ুন: ঢেউয়ের তোড়ে সাম্পান থেকে হারিয়ে গেল যুবক

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে আনোয়ারার রায়পুর এলাকার উপকূল থেকে টিটুসহ ৬ জন জেলে নৌকা নিয়ে বিদেশি জাহাজে মাছ সরবরাহ করে। বিনিময়ে জাহাজ থেকে লোহার স্ক্র্যাপ ও তেল আনার জন্য মাছসহ নৌকা নিয়ে সাগরে যান। পরে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে নৌকা থেকে তারা সাগরে ঝাঁপ দেয়। এদের মধ্যে টিটু সাগরে পানিতে তলিয়ে যায়। তবে বাকি ৩ জন্য অন্য নৌকায় উঠে কূলে ফিরে। এছাড়া পারভেজ ও লেদুকে আটক কোস্টকার্ড।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদরঘাট নৌ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে এসে লাশটি উদ্ধার করে। পরে টিটুর পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!