সরকারের পদত্যাগ দাবিতে দেশজুড়ে ফের ২ দিনের হরতাল

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফের হরতাল ডেকেছে বিএনপি। আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) দেশজুড়ে এ হরতালের ঘোষণা দিয়েছে দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুদিনের এ হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

ঢাকাসহ দেশব্যাপী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এ হরতাল চলবে বলে জানান তিনি।

এর আগে গতকাল (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির পাশাপাশি বাম গণতান্ত্রিক জোট এ তফসিল প্রত্যাখ্যান করে।

তফসিল ঘোষণার প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বিএনপির সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চও আজ দিনব্যাপী হরতাল করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!