শেষ রক্ষা হলো না পলাতক স্বামীর

আনোয়ারায় স্ত্রীর করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট এলাকা থেকে মো. সেলিম (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন কালামিয়া হাজীর বাড়ির মো. আবদুল হকের ছেলে।

আরও পড়ুন: ৫ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না পারুলের

জানা যায়, ২০২১ সালে স্বামী মো. সেলিমের বিরুদ্ধে স্ত্রী শারমিন আকতার (২১) চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন। মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন সেলিম।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ২০২১ সালে সেলিমের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ তাঁর স্ত্রী মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!