লোহাগাড়ায় ১১০ মণ্ডপে দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা

চট্টগ্রামের লোহাগাড়ায় এবার ১১০ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে লোহাগাড়া থানা পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর, পরিষদের সভাপতি ডা. রিটন দাশ ও সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ।

আরও পড়ুন : লোহাগাড়ায় থানার সামনেই ৬ দোকানে চুরি, বাদ যায়নি টাকা-মোবাইল থেকে পান-সুপারিও

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, শারদীয় দুর্গোৎসবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক, ইভটিজিংসহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরেুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ওসি রাশেদুল ইসলাম বলেন, লোহাগাড়ায় ১১০ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। পূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করা হবে। দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। যেকোনো ধরনের সমস্যা সমাধানে থানা ও দায়িত্বরত পুলিশ অফিসারকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সেকেন্ড অফিসার হিরু বিকাশ দে’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, শিক্ষাবিদ সুজিত পাল, শিবু রঞ্জন পাল, অনুপ দাশ, প্রসেনজিৎ পাল, পরিষদের সহসভাপতি মৃণাল কান্তি দাশ মিলন, রিটন বিশ্বাস, নরেন দাশ, অর্থ সম্পাদক অনুপ দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, ডা. রাজিব কান্তি রুদ্র, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দাশ, সহসাংগঠনিক সম্পাদক খোকন সুশীল, প্রচার সম্পাদক দীপক ভট্টাচার্য, সহপ্রচার সম্পাদক বাবলু কান্তি হাজারী, সহপূজা বিষয়ক সম্পাদক টুন্টু সিকদার, সাংস্কৃতিক সম্পাদক সমীর দাশ, সহসাংস্কৃতিক সম্পাদক মধু দাশ, গণসংযোগ সম্পাদক সৈকত কান্তি নাথ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য সুমন মজুমদার হিরো, সদস্য রাজীব দাশ, জুয়েল দাশ, রঞ্জিত দাশ নটু, ডা. রঞ্জিত নাথ ও প্রকাশ কান্তি নাথ।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!