রাউজানে গরু বেচার টাকা ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার

রাউজানের গরু ব্যবসায়ী মো. ইউনুছের ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) ঘটনার সঙ্গে জড়িত ইলিয়াছ (৪৫) প্রকাশ জামাই ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াছ নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাম্মাহলদারপাড়ার মৃত আবুল বশরের ছেলে।

আরও পড়ুন: গরুর দাম কম বলায় প্রবাসীর মাথা ফাটাল মেম্বার

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ জুলাই) রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাটে ও মদুনাঘাট বাজারে ৪টি গরু বিক্রি করে ফেরার পথে উরকিরচর ইউনিয়নের দেওয়ানজি ঘাট এলাকায় পৌঁছালে অস্ত্রের মুখে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর ব্যবসায়ী ইউনুছ রাউজান থানায় মামলা করেন।

যোগাযোগ করা হলে রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, ব্যবসায়ী ইউনুছের ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!