রাউজানে এখনও পাওয়া যায়নি নিখোঁজ ব্যবসায়ীকে, অভিযান চলছে

রাউজানে ২৪ ঘণ্টা পরও পাওয়া যায়নি নৌকা উল্টে পানির স্রোতে ভেসে যাওয়া ব্যবসায়ী সাহেদ হোসেন বাবুকে (৩৭)। তবে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।

সোমবার (৭ আগস্ট) রাত ৮টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালদা নদীর একটি শাখা খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাহেদ উপজেলার উরকির ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম এসএম ইউসুফ সিআইপির ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও ইউপি সদস্য মো. কাউছার আলম বলেন, বাবুর বসতঘর থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মাছের ও গরুর খামারে গিয়ে সেখান থেকে নৌকা যোগে ফেরার পথে রাউজান হাটহাজারী মধ্যবর্তী বাড়িঘোনা ব্রিজ এলাকায় নৌকাটি উল্টে যায়। নৌকা থেকে আরও পাঁচজন খালে পড়ে গেলে বাবু পানির স্রোতে ভেসে যায়। বাকি চারজন খাল থেকে উঠতে সক্ষম হন।

চেয়ারম্যান আরও বলেন, নিখোঁজের খোঁজে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অনুসন্ধান চালাচ্ছে।

এদিকে আজ বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজের হদিস পাওয়া যায়নি বলে জানান রাউজান ফায়ার স্টেশন অফিসার নজরুল ইসলাম।

অন্যদিকে আজ সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!