বোনের সঙ্গে ঝগড়া করে হারপিক খেয়ে মৃত্যুর পথে গেল কিশোরী

নগরে বোনের সঙ্গে কথা কাটাকাটির জেরে হারপিক পান করে কুলসুমা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে বন্দর মাইলের মাথা এলাকার হাজী জানে আলমের বাসায় এ ঘটনা ঘটে। কুলসুমা আক্তার (১৭) বাঁশখালী উপজেলার আহাম্মদ উল্লাহ মেয়ে।

আরও পড়ুন: প্রাইভেট পড়ে ঘরে ফিরে ফাঁসিতে ঝুলল কিশোরী

বিল্ডিংয়ের কেয়ারটেকার এনাম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, কুলসুমা আক্তার কিছুদিন আগে বাঁশখালী থেকে হাজী জানে আলমের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে আসেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে ফোনে তার বোনের সঙ্গে কথা বলেন। কথা বলার একপর্যায়ে তাদের দুজনের কথা কাটাকাটি হয়। কথা শেষে বাথরুমে ঢুকে হারপিক খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাসার লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, বন্দর মাইলের মাথার একটি বাসায় কুলসুমা আক্তার নামে একজন হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!