মিরসরাইয়ে পাইলিংয়ের কাজ করতে গিয়ে যু্বকের মৃত্যু

মিরসরাইয়ে পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে টুলু মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় মিরসরাই স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

নিহত টুলু খুলনা জেলার রুপসা থানার দৌলতপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, মিরসরাই স্টেডিয়ামে গ্যালারি ও ভবনের পাইলিংয়ের কাজ করার সময় টুলু মিয়া হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে মাটিতে পড়ে যায়। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেবি শিকদার কনস্ট্রাকশনের মো. আকতার বলেন, আমরা সাব কন্ট্রাক্টে পাইলিংয়ের কাজ করছি। যতটুকু শুনেছি টুলু কয়েকদিন ধরে অসুস্থ ছিল। আজ সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যেখানে সে পড়ে মারা গেছে তার থেকে আরও অনেকদূরে ছিল বিদ্যুতের লাইন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আসার আগে টুলু মারা গেছে। লাশ স্বজনরা নিয়ে গেছেন।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যুর বিষয়ে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!