লোহা রেখে রাস্তা দখল করায় মামলা খেল ৪ প্রতিষ্ঠান

নগরে রাস্তা ও ফুটপাতে দখল করে মালামাল রাখার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবদুল আলী হাট কাঁচাবাজারের দুটি দোকান থেকে জব্দ করা হয়েছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ।

বৃহস্পতিবার (১২ মে) নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক জানায়, পাহাড়তলী থানার রাস্তার উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পুরাতন লোহা ও মেশিনারি সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল ৪ প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: মালামাল রেখে ওরা দখল করল ফুটপাত, ম্যাজিস্ট্রেট দিলেন একের পর এক মামলা

একই অভিযানে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে পাহাড়তলীর আবদুল আলী হাট কাঁচাবাজারে পলিথিনবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। একইসঙ্গে পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকানদার ও ক্রেতাদের সচেতন করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!