বৃষ্টির কারণে চোরের ‘লাভ’ সাড়ে ৪ ভরি স্বর্ণ

মিরসরাইয়ে ভেন্টিলেটর ভেঙে বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার সাইফুল সওদাগর বাড়ির সাইফুলের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরের দল আলমিরার তালা ভেঙে সাড়ে ৪ ভরি স্বর্ণ নিয়ে যায়।

আরও পড়ুন  : চোরের কাণ্ড—মালামাল না পেয়ে ৩ দোকানে ভাঙচুর

স্থানীয় বাসিন্দা মো. নোমান বলেন, সাইফুলের পরিবার বৃহস্পতিবার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। বৃষ্টি হওয়ায় তারা বাড়িতে আসতে একটু দেরি হওয়াতে চোরের দল ভেন্টিলেটরের রড় ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এরপর আলমিরার তালা ভেঙে সাড়ে ৪ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

নোমান আরও বলেন, আমরা বাড়িতে এসে দেখি ঘরের পেছনের দরজা খোলা এবং সামনের দরজা বন্ধ। ভেতরে ঢুকে দেখি, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো পড়ে আছে।

যোগাযোগ করা হলে দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানাইনি। তবে এলাকার এক মুসল্লির কাছে চুরির ঘটনাটি শুনেছি।

আজিজ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!