বৃক্ষরোপণে আবারও জাতীয় পুরস্কার পেলেন ফজলে করিম এমপি

বৃক্ষরোপণ সম্প্রসারণে অবদান রাখায় বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় থেকে আবারও পুরস্কৃত হলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

রোববার (২৪ জুলাই) ফজলে করিম চৌধুরীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর ছোট ছেলে ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহম্মদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।

আরও পড়ুন: ফজলে করিমের ঝুলিতে ৪ জাতীয় পদক, এবার মৎস্যে

প্রসঙ্গত, এবিএম ফজলে করিম চৌধুরী পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে পরিবেশ পদক অর্জন করেন। ২০১৭ সালে তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক এবং ২০১৮ সালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

এছাড়া মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হন তিনি। প্রতিবছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি বিভিন্ন ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করেন।

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!