প্রভাবশালীর স্থাপনা গুড়িয়ে উন্মুক্ত করা হলো পানি চলাচলের পথ

রাউজানে অবৈধ দখলে থাকা ৬ শতক সরকারি খাস জমি উদ্ধার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় ভেঙে দেওয়া হয় অবৈধ স্থাপনা।

সোমবার (৪ এপ্রিল) বিকালে বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

আরও পড়ুন: ৬ ম্যাজিস্ট্রেটের অভিযানে উচ্ছেদ হলো ৩৭০ অবৈধ স্থাপনা

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় সরকারি খাস জমি দখল ও পানি চলাচলের পথ বন্ধ করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী এক ব্যক্তি। অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ আলোকিত চট্টগ্রামকে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি প্রায় ৬ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। সরকারি জমি যারা অবৈধভাবে দখলে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!