নিষেধাজ্ঞা না মানায় অভিযান, মিরসরাইয়ে পুড়ল ৫ জাল

মিরসরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৫টি জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (৮অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাহেরখালী ঘাট এলাকায় এ অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

আরও পড়ুন: হালদায় ২ ঘণ্টার অভিযানে মিলল আড়াই হাজার মিটার ঘেরা জাল

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ আহরণ মজুদ, বাজারজাতকরণ ও সবধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে আজ (শনিবার) সাহেরখালী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি জাল জব্দ করি। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জহিরুল ইসলাম।

প্রসঙ্গত, প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!