প্রতিরোধের মুখে গভীর রাতে অটোরিকশা ফেলে পালাল ডাকাতের দল, ভিন্ন সুর পুলিশের

হাটহাজারীতে গভীর রাতে এলাকাবাসীর ধাওয়া খেয়ে অটোরিকশা ফেলে পালিয়ে গেছে কে বা কারা। পরে পুলিশ এসে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১৮ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তিতা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: র‌্যাব দেখেই গুলি চালাল ডাকাতরা, নিহত ২

স্থানীয়রা বলছেন, গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত অটোরিকশাটি নিয়ে এসেছিল। অবশ্য স্থানীয়দের এ ধারণার সঙ্গে একমত নয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে একদল ডাকাত অটোরিকশা করে দ্রুতগতিতে বড়দীঘির পাড়ের দিকে আসছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে। পরে অটোরিকশাটি (চট্টগ্রাম -১২-৭০৭১) বিলে ফেলে গাড়িতে থাকা সবাই পালিয়ে যায়।

আরও পড়ুন: চকরিয়ায় ভোরের বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার এসআই মশিউর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার রাত ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অটোরিকশা উদ্ধার করি। তবে ডাকাত আসার খবরের সত্যতা পাওয়া যায়নি।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!