পাথরঘাটায় অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে শিকার খুঁজছিল ৫ যুবক

নগরে ছিনতাইচক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার পাথরঘাটা মেরিনার্স রোডের জেলেপাড়ার দক্ষিণ পাশের স্লুইস গেট সংলগ্ন বিআইডব্লিউটিএ’র খোলা মাঠের অন্ধকার জায়গার পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : অস্ত্র—গুলি নিয়ে রাতের আঁধারে শিকার খুঁজছিল যুবক

আটকরা হলেন— ফয়সাল আহমেদ রবিন (২০), মো. ফরহাদ আহমেদ আকাশ (২১), এলড্রিক পোপ এ্যালেন (২২), মো. হোসেন (২০) ও মো. ওসমান গনি রনি (২৫)।

এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে বিআইডব্লিউটিএ’র খোলা মাঠের অন্ধকারাচ্ছন্ন জায়গার পাকা রাস্তার উপর প্রস্তুতি নিচ্ছিল তারা। এসময় সেখানে অভিযান চালিয়ে তিনটি টিপ ছোরাসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!