৩৩ মামলার রায়হান—১২ মামলার আসামি নিজাম পুলিশের জালে

ছাত্রশিবিরের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজন নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন।

শনিবার (৬ মে) গভীর রাতে নগরের বহদ্দারহাট ও হালিশহর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. রায়হান উদ্দিন এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন।

আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রীসহ দুদকের জালে সহকারী পুলিশ কমিশনার

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রায়হান উদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ ৩৩টি মামলা এবং নিজাম দিনের উদ্দিনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও হালিশহর এলাকা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (৭ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!