কখনো মন্ত্রীর আত্মীয়—কখনো সরকারি বড় কর্তা, ধরা খেল সেই মমতাজ

কখনো তিনি এয়ারলাইন্সের পরিচালক, কখনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আবার কখনো মন্ত্রীর আত্মীয়। এমন নানা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার করে অর্থ আত্মসাৎ করতেন মমতাজ বেগম (৩৫)।

একাধিক প্রতারণা মামলার আসামি বহুরূপী ওই নারীকে অবশেষে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরের আকবর শাহ থানার নন্দন আবাসিক এলাকার ১০৩ নম্বর বিল্ডিংয়ের চতুর্থতলা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ধরাধরা খেল হোটেল আল মদিনা—আল আমিন, পরের ধনে পোদ্দারি ১০ ব্যবসায়ীর

এ বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি উত্তর) মুহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার মমতাজ নিজেকে সরকারি উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশী ছেলে-মেয়েদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলাও রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিমান বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ৭ জন ছেলে-মেয়ের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন এই নারী। এই অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!