২ সহযোগীসহ ঝাউবনে ধরা খেল জলদস্যু বাহিনীর প্রধান মোশারফ

কক্সবাজারে কুতবদিয়ায় দুসহযোগীসহ ধরা পড়েছে জলদস্যু বাহিনীর প্রধান মোশারফ। এসময় তাদের কাছ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কুতুবদিয়া থানার মুক্তমঞ্চের পাশে ঝাউবন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৭।

আটকরা হলেন- মোশারফ হোসেন (২৮), মো. আজিজ (২৩) ও মো. রবিউল হাসান (২০)।

আরও পড়ুন: সোনাদিয়া চ্যানেল ভাসছিল ১৬ জেলে, অস্ত্রসহ ধরা ৩ জলদস্যু

এ বিষয়ে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুল আফসার বলেন, বুধবার রাতে বিশেষ অভিযানে কুতুবদিয়া থেকে জলদস্যু বাহিনীর প্রধান মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেনকে দুসহযোগীসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক জলদস্যু মোশারফ হোসেনের নামে কক্সবাজার জেলার কুতুবদিয়া এবং চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সরকারি সম্পদ আত্মসাৎ, সস্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মাদকসহ ৬টি মামলা রয়েছে। আটকরা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো বলে অভিযোগ রয়েছে।

এনবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!