দেবীপক্ষের সূচনালগ্নে পাহাড়তলীতে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের সূচনা ‘শুভ মহালয়া’ উপলক্ষে পাহাড়তলীতে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পাঞ্জাবি-লাইন শ্রীশ্রী শ্যামা কালী বাড়ি পূজা উদযাপন পরিষদ এ আয়োজন করে।

রতন চন্দ্র দাশের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবু।

আরও পড়ুন : সরাইপাড়ার ৩০০ অসহায় পেল দেবাশীষ পাল দেবুর শীতবস্ত্র

উদ্বোধক ছিলেন সীভাসুর সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশই আমাদের একান্ত কাম্য। বাংলাদেশের শাশ্বত যে সংস্কৃতি সেই সংস্কৃতির হাত ধরেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

প্রধান অতিথি দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা যে কাজ করে যাচ্ছেন সেই মহৎ কর্মযজ্ঞের সহযোগী হিসেবে সনাতনীসমাজ সবসময় তাঁর পাশে থাকবে।

বাপ্পী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জি. তরুন তপন দত্ত, অধ্যাপক সমীর কান্তি মজুমদার, স্বপন চক্রবর্তী, অমৃত ঘোষ মানিক, মো. নুরুল ইসলাম রাসেল, মো. যুবায়ের হোসেন অভি, মারুফুল ইসলাম, আব্দুর রহিম ও মাকসুদুর রহমান।

শেষে পুণ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেন দেবাশীষ পাল দেবু।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!