দুর্নীতিবিরোধী অভিযানে সুনাম কুড়ানো মন্ত্রীকেই ঘুষের জন্য মৃত্যুদণ্ড!

দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন চীনের সাবেক বিচারবিষয়ক মন্ত্রী ফু ঝেংঝু। সেই মন্ত্রীকেই দেশটির আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন ঘুষ নেওয়ার দায়ে!

বিবিসির প্রতিবেদন বলছে, কারাদণ্ডপ্রাপ্ত ফু ঝেংঝু উপহার হিসেবে ও অর্থের বিনিময়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ১১ কোটি ৭০ লাখ ইউয়ান (চীনা মুদ্রা) ঘুষ নিয়েছিলেন। গত জুলাইয়ে এ অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে দুবছর কারাভোগের পর তাঁর মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হবে।

আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এক সম্মেলন হওয়ার কথা। পাঁচ বছর পরপরই চীনের ক্ষমতাসীন দলটির সম্মেলন হয়। আগামী সম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিং ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো দলীয়প্রধান (জেনারেল সেক্রেটারি) হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে হঠাৎ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু হয়। এ অভিযানের মধ্যেই সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিলেন দেশটির আদালত।

এদিকে ফুয়ের রায়ের আগে চলতি সপ্তাহেই চীনের তিন প্রদেশের সাবেক তিন পুলিশপ্রধানকে কারাদণ্ড দেওয়া হয়। এই চার ব্যক্তির বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ নয়, তাঁরা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অনুগত নন বলেও অভিযোগ আছে। তাঁদের বিরুদ্ধে নতুন রাজনৈতিক বলয় গড়ে তোলার অভিযোগও আছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!