রাউজানে তরুণের আত্মহননের নেপথ্যে ‘মোবাইল’

রাউজানে ঋণের টাকায় মোবাইল কিনে কিস্তি পরিশোধ না করায় মায়ের বকুনিতে অভিমানে আত্মহত্যা করেছেন ছেলে সঞ্জয় মহাজন প্রকাশ গোবিন্দ (২০)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দইল্যে টিলা আশ্রয়ণ প্রকল্পে ৩৭ নম্বর ঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এদিন দুপুরে বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহননকারী গোবিন্দ একই আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী তপন মহাজনের ছেলে ও গ্যারেজকর্মী।

আরও পড়ুন : মানসিক সমস্যা স্ত্রীর, অভিমানে আত্মহনন স্বামীর

পুলিশ জানায়, ঋণের টাকায় মোবাইল কিনে কিস্তি পরিশোধ না করায় গোবিন্দকে বকাঝকা করেন তার মা। বুধবার রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন গোবিন্দ।

স্থানীয়রা জানান, গোবিন্দের বাবা হলদিয়া ইউনিয়নের গনিপাড়া এলাকার বাসিন্দা। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারাধন মহাজন নামে এক ব্যক্তিকে একটি ঘর বরাদ্দ দেন। ওই ঘরে থাকতেন তপন মহাজনের পরিবার।

এ বিষয়ে হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!