ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে বিটুমিন ঢালাই, গাড়ি উল্টে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই অংশে ১২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে ঠাকুরদিঘী বাজার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

১২ কিলোমিটার অংশে এক জায়গায় প্রায় আধ ঘণ্টা থেমে ছিল সব যানবাহন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টায়ও চট্টগ্রামমুখী অংশে গাড়ি চলাচল করেছে অনেকটা থেমে থেমেই।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাহবুব দুপুর দেড়টায় বলেন, মহাসড়কের বড়তাকিয়া এলাকায় একটি বিটুমিনের গাড়ি উল্টে গেলে যানজট দেখা দেয়। দুর্ঘটনার পরপরই গাড়ি সরানো হয়েছে।

আরও পড়ুন: দখলের পেটে ফুটপাত—চকবাজারে যানজট, কষ্টের শেষ নেই মানুষের

এছাড়া মহাসড়কের ঢাকামুখী অংশের হাদিফকিরহাট থেকে বড়তাকিয়া অংশ বন্ধ রেখে পলিমার মুডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজ চলছে। ফলে গাড়ি ধীরগতিতে চলাচল করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান তাহের এন্ড ব্রাদার্সের প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ জানান, মিরসরাইয়ের বড়তাকিয়া অংশে পলিমার মুডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজ চলছে। এসময় একটি ট্রাক উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসে যানজট নিরসনের চেষ্টা করছেন বলে জানান তিনি।

আজিজ/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!