জিতল বিদ্রোহী প্রার্থী—হারল আওয়ামী লীগ, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৯৫ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

আরও পড়ুন: বাঘা বাঘা নেতাদের পেছনে ফেলে চট্টগ্রাম জেলা পরিষদে আ.লীগের মনোনয়ন উঠল পেয়ারুলের হাতে

জানা যায়, এবার জেলার মোট ৯টি কেন্দ্রের ১৮টি বুথে ভোট নেওয়া হয়। নির্বাচনে মোট ৯৯৪ জন ভোটারের মধ্যে ৯৮৮ জন ভোট দেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল হয়।

এদিকে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে জাফর আহমদ, ২ নম্বর ওয়ার্ড থেকে হুমায়ুন কবির চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু, ৪ নম্বর ওয়ার্ড থেকে ফরিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড থেকে আবু তৈয়ব, ৭ নম্বর ওয়ার্ড থেকে শওকত হোসেন, ৮ নম্বর ওয়ার্ড থেকে নুরুল ইসলাম ভুট্টো ও ৯ নম্বর ওয়ার্ড থেকে শহিদুল ইসলাম মুন্না নির্বাচিত হন।

এছাড়া মহিলা সদস্য পদে নির্বাচিত হন হুমাইরা বেগম, আশরাফ হোসেন কাজল ও তানিয়া আফরিন।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!