চট্টগ্রাম মেডিকেলে শুধুই আহাজারি, স্বজন খুঁজছে, সেবা দিচ্ছে অনেকেই

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা পর আহত ও নিহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। আজ (শনিবার) সন্ধ্যার পর থেকে হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের সামনে দগ্ধদের নিয়ে সাইরেন বাজিয়ে একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। হাসপাতালের সামনে ভিড় বেড়েছে রোগীর স্বজন ও উৎসুক জনতার। সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল, গাউসিয়া কমিটি, রেসক্রিসেন্ট কর্মীরা কাজ করছেন। এছাড়া আহত রোগীদের বাঁচাতে রক্ত দিতে ছুটছেন আসছেন অনেকেই।

সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর হাত-পা পুড়ে গেছে। এছাড়া ২৮ ও ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়াদের কারো মাথা, কারো হাত, আবার কারো শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে৷

বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। তারা হলেন— সীতাকুণ্ডের ভাটিয়ারী কদমরসুল জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামসুল আলম (৫৬), বানু বাজার বিএমএ গেইট এলাকার আবুল বাশার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬) ও নেত্রকোনা কলমাকান্দা ছোট মনগড়া এলাকার রতন লখরেট (৪৫)। বাকি দুজনের পরিচয় শনাক্ত হয়নি।

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে গেটম্যান-ওয়ার্ড বয় নৈরাজ্য, টাকা হাতিয়ে নেন ভয় দেখিয়ে

এদিকে আহত রোগীর সংখ্যা বর্তমানে ১৮ জন। এদের মধ্যে বেশিরভাগ রোগীর অবস্থা আশঙ্কাজনক। ২ জনকে ইতোমধ্যে আইসিইউতে রাখা হয়েছে। আহত রোগীদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে৷

আহতরা হলেন- মো. ফোরকান (৩৩) মো. নুর হোসেন ৩০) আব্দুল মোতালেব (৫২), মো. আরাফাত ২২, মাকসুদুল আলম ৬০, মো. ওসমান (৪৫), মো. সোলায়মান (৪০), মো. রিপন (৪০), মো. আজাদ (২২), রিপন মারাক (৬০), প্রবেশ (৪০), নারায়ণ ধর (৬৪), মো. জসিম (৫০), ফেন্সী (২৬), মো. জাহেদ (৩০), মুজিবুল হক (৪৫), রোজী বেগম (২০) ও নাসিম শাহরিয়ার (২৬)।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, এখন পর্যন্ত দগ্ধ ২০ জনকে আনা হয়েছে, আরও আসছে। এদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। বাকি ১৫ জন চিকিৎসাধীন। আমরা আইসিইউ খালি করে রেখেছি। চিকিৎসাসেবায় আমাদের সংকট নেই। অর্থোপডিক, বার্ন ইউনিটে আছে রোগীরা৷

এনডিসি তৌহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধপত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!