চট্টগ্রামে ৪ বছরের মেয়েকে নিয়ে ফাঁসিতে ঝুলল মা

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক পাখার সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ইপিজেড ব্যাংক কলোনি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শাহানাজ আক্তার (২৩) ও তার মেয়ে সাবেকুন নাহার ইভা (৪)।

পুলিশ জানায়, খবরে পেয়ে আজ বিকেলে ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে একই রশিতে ঝুলে থাকা মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে গণধর্ষণের পর খুন—৫ পিশাচকে ঝুলতে হবে ফাঁসিতে

স্থানীয়রা জানায়, নিহত শাহনাজ ও তার স্বামী শাহজাহান পোশাক কারখানায় চাকরি করতেন। দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সকালে স্বামী শাহজাহান কারখানায় চলে গেলে বিকেলে একই রশিতে ঝুলে মা ও মেয়ে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ বাসায় সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্যাংক কলোনির একটি বাসা থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহের কারণেই এ আত্মহত্যা। তদন্ত করে ঘটনার আসল কারণ বের করা হবে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!