চট্টগ্রামে আহতদের রক্ত দিতে মধ্যরাত থেকে মেডিকেলে আ জ ম নাছির ব্লাড ব্যাংক

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহত রোগীদের রক্ত সরবরাহ করছে আ জ ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক। যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসারের (01816 632749) ফোন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের রক্ত সরবরাহ করতে এ ব্লাড ব্যাংক সারারাত কাজ করেছে। তারা দুই শিফটে এখনো কাজ করে যাচ্ছেন। জরুরি প্রয়োজনে তাদের অসংখ্যা ডোনার প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

গতকাল শনিবার (৪ জুন) দিবাগত রাত থেকে এ পর্যন্ত ১৬ জনকে পজিটিভ রক্ত এবং একজনকে নেগেটিভ রক্ত দিয়েছেন এ ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবকরা- জানিয়েছেন আ জ ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার।

আরও পড়ুন: চট্টগ্রামে বিস্ফোরণ : আ জ ম নাছিরের শোক ও সমবেদনা

তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, মধ্যরাতে যখন রক্তের হাহাকার চলছিল তখন থেকে আমাদের সেচ্চাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যেকোনো সময় রক্তের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের অসংখ্য ডোনার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

পজেটিভ ব্লাড ডোনারের জন্য যোগাযোগ ইমদাদুর রহমান রিয়াদের (01625 548249) নম্বরে এবং নেগেটিভ ব্লাড ডোনারদের জন্য আতিকুল ইসলাম রাফির (01831 318735) নম্বরে যোগাযোগ করতে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!