ভাটিয়ারীর বিএম ডিপোতে বিস্ফোরণে কেঁপে উঠল ১৫ কিলোমিটার এলাকা—বাড়ছে লাশ

চট্টগ্রামের ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এছাড়া অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মতো মানুষ দগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ডিপোতে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা—ছেলের কেউই বাঁচল না

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি-আলোকিত চট্টগ্রাম

এদিকে বিস্ফোরণের পর পুরো ভাটিয়ারীসহ হাটহাজারীর আমানবাজার, লালিয়ার হাট, বড়দীঘি পাড়, চৌধুরী হাট এলাকার বাড়ি ঘর ভূমিকম্পের মতোই কেঁপে ওঠে। এ সময় লোকজন ভয়ে ঘর ছেড়ে বেড়িয়ে আসে।

আমানবাজার এলাকার বাসিন্দা আদর শর্মা বলেন, ‘ঘটনাস্থল আমানবাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হলেও পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় মানুষ ভূমিকম্প ভেবে ঘর থেকে বেড়িয়ে পড়ে।’

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!